চট্টগ্রাম সংবাদদাতা: কর্ণফুলী নদীর লালদিয়ার চরের দুই সহস্রাধিক পরিবার এখন গৃহহীন। চট্টগ্রাম বন্দরের উচ্ছেদে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে তারা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে পুনর্বাসনের জন্য গৃহহীনদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে।
১৯৭২ সালে বিমান ঘাঁটি স¤প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসে নিজেদের ভিটামাটি ছেড়ে চট্টগ্রামের লালদিয়ার চরে বসতি করে স্থানীয় কয়েকশ’ পরিবার। এখন সেখানে ২ হাজার ৩০০ পরিবারের ১৪ হাজার মানুষের বাস। তবে উচ্চ আদালতের নির্দেশনার পর বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদের ভয়ে গত পহেলা মার্চ নিজেরাই স্থাপনা সরিয়ে নেন এখানকার বাসিন্দারা। গৃহহীন এসব মানুষের কান্নায় ভারী হয়ে পড়ে পুরো এলাকা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বললেন, উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে বন্দরের কাজে ব্যবহার করা হবে এই লালদিয়া চর।
জরিপ অনুযায়ী, লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনা দুই মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট। পতেঙ্গার লালদিয়ার চরে প্রায় ৫২ একর জায়গায় কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে বন্দর কর্তৃপক্ষ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন