ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বগার বাজার এলাকায় প্রভিটা গ্র“পের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা শ্রীমতি রলি, তার তিন বছরের শিশু ছেলে রাহিত ও শ্রমিক হৃদয় হোসেন। রাহিতের বাবা প্রভিটা গ্র“পের ইঞ্জিনিয়ার। তারা কোয়ার্টারে থাকতেন।
জানা যায়, বুধবার বিকাল পৌনে ৫ টার দিকে রাহিত খেলা করার সময় প্রভিটা গ্র“পের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রলি ট্যাংকে ঝাপ দেন। পরে তাদের বাঁচাতে গিয়ে শ্রমিক হৃদয়ও ট্যাংকে নামে। কিন্তু তাদের কেউই আর বেঁচে ফিরতে পারেননি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন