শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের গোসাইরহাটে উচ্ছেদ অভিযান চালিয়ে ৪০ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বুধবার (৩ মার্চ) দুপুরে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার নাগেরপাড়ার খালের পাশে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, নাগেরপাড়া বাজারে ১ নং খতিয়ানে ২২১২ ও ২৩০৭ গং দাগে ৪০ শতক জমির ওপর ৪০ থেকে ৪৫ টি দোকান ঘর নির্মাণ করা হয়। এ কাজে সংশ্লিষ্টদের সরকারি জায়গা ছেড়ে দেয়ার জন্য বারবার নোটিশ দেয়া হলেও তারা জায়গা ছাড়েনি।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লহ আল মামুন বলেন, গোসাইরহাটের নাগারপাড়া এলাকায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে কয়েকজন। ২০১৯ সালে এ ঘটনায় মামলা করা হয়। এর পরিপেক্ষিতে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন