নিজস্ব প্রতিবেদক: বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি থেকে জুলাই পর্যন্ত আরো ৪ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে করোনা ভাইরাসের টিকা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানসহ মন্ত্রণালয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যদি টিকা আরো আনা সম্ভব হয় তবে বয়সসীমা শিথিল করা হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগে প্রথমে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এছাড়া, বিদেশী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পোর্টে কর্মরতরাও অগ্রাধিকার পাবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন