নিজস্ব প্রতিবেদক : ২৬শে মার্চের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। প্রেসক্লাবে এক সমাবেশ ও পদযাত্রা থেকে তারা এ দাবি জানায়। এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে নাগরিক সমাজ। এতে অংশ নিয়ে বক্তব্য দেন বিশিষ্টজনেরা।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। এই আইন শুধু মানুষের ভাষা নয়, প্রাণও কেড়ে নিচ্ছে। দাবি আদায়ে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশ শেষে দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু হয়। প্রেসক্লাব ও মৎস্য ভবনের সামনে পুলিশি বাঁধা টপকে শাহবাগ হয়ে শেরাটন মোড় পর্যন্ত গেলে মিছিলটি আটকে দেয় পুলিশ।
এসময় গণসংহতি আন্দোলনের নেতা জুনাইদ সাকি বলেন, ২৬শে মার্চের মধ্যে এই আইন বাতিল না করলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। সামবেশে বক্তব্য রাখেন ডা: জাফরুউল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, জুনাইদ সাকি, নুরুল হক নূরসহ অন্যান্যরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন