ডেস্ক প্রতিবেদন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। এরইমধ্যে চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
চলচ্চিত্রের ট্রেলারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলো ও বর্তমান তারুণ্যের মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে।
বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জাকিয়া বারী মম, পরীমনিসহ আরো অনেকে। আগামী ১৯শে মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন