নিজস্ব প্রতিবেদক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় রাজধানীর বনানী কবরস্থানে ছেলের কবরে শায়িত হলেন শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী নাট্যশিল্পী লিলি চৌধুরী। আজ মঙ্গলবার (০২ মার্চ) বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এসময় স্মৃতিচারণ করে বিশিষ্টজনেরা বলেন, লিলি চৌধুরীর সময়ে নারীদের অভিনয় জগতে কাজ করা কঠিন ছিলো। তবে প্রতিকূল পরিবেশেও তিনি নাটকে অভিনয় করে উত্তরসূরীদের জন্য পথ তৈরি করেছেন। ১৯৭১ সালের ১৪’ই ডিসেম্বর আলবদর বাহিনী তাঁর স্বামী মুনীর চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সংগ্রামী জীবন অতিবাহিত করেছেন তিনি।
সোমবার (০১ মার্চ) বিকেলে ৯৩ বছর বয়সে বনানীর নিজ বাসায় মারা যান লিলি চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৯ বছর পর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন