রাজবাড়ি সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ষণের শিকার এক কিশোরী মা তার সন্তানের পরিচয় ও ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এদিকে অভিযুক্ত কাঠমিস্ত্রী ইয়াসিন মন্ডল জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রাজবাড়ির গোয়ালন্দ পৌর এলাকার ১৫ বছরের এক কিশোরী। অভিযোগ রয়েছে, ২০১৯ সালে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। আর এর পরিণতিতে ২০২০ সালে সন্তানের জন্ম।
পরিবারের অভিযোগ, ধর্ষণের পর কিশোরীটিকে মুখ না খোলার জন্য ভয় দেখানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে। তবে সে মামলায় এখন জামিনে মুক্ত হয়ে হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার।
ন্যায় বিচার, সন্তানে পিতৃপরিচয় ও ভবিষ্যতের অনিশ্চয়তায় ভারসাম্যহীন হয়ে পড়েছে পরিবারটি।
মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে বলে জানালেন গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর। মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন