গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘কবি সুকান্ত’ মেলা। সোমবার (পহেলা মার্চ) রাতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
বাংলা সাহিত্যের অন্যতম কবি ‘সুকান্ত ভট্টাচার্যে’র স্মৃতিকে ধরে রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে আয়োজন করা হয়েছে ‘সুকান্ত মেলা’। কবির পৈত্রিক ভিটায় চলছে তিনদিনের এই আয়োজন।
গত ৯ বছর ধরে চলে আসছে এই মেলা। অন্যবছর সাতদিন ব্যাপী মেলা হলেও করোনার কারণে এবছর তিন দিনের আয়োজন করা হয়েছে। পহেলা মার্চে শুরু হওয়া এই মেলা চলবে তেসরা মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষ্যে নবরূপে সাজানো হয়েছে কবির বাড়ি ও আশপাশের এলাকা।
সুকান্ত মেলায় থাকছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। সেই সাথে চলছে গ্রামীণ মেলা। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন এ মেলায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলা সফল করতে সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
তিনি বলেন, কবির স্মৃতি ধরে রাখার জন্য এ ধরনের গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীতেও এ মেলা অব্যহত থাকবে বলে জানান তিনি।
১৯২৬ সালের ১৫’ই আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য্য কলকাতার কালীঘাটে জন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি গোপালগঞ্জে। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩’ই মে মৃত্যুবরণ করেন তিনি। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন