নিজস্ব প্রতিবেদক: সরকার এবং দেশ নিয়ে বিদেশে বসে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। দেশী-বিদেশী এই ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই অপতৎপরতা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই বর্ধিত সভা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন এই অনুষ্ঠানে।
বর্ধিত সভায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে। এই অর্জন ধরে রাখতে হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতিতে ষড়যন্ত্রকারীদের গায়ে জ্বালা ধরেছে। তারা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বিএনপি এখন জনগণের পাশাপাশি পুলিশকেও নিজেদের প্রতিপক্ষ হিসেবে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের পথে বাধা তৈরি করতেই দলটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন