আন্তর্জাতিক ডেস্ক: করোনা অতিমারীর দ্বিতীয় দফায় তান্ডব শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৭৪ জনসহ মোট মৃত্যু ২৫ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। নতুন ৩ লাখ ৫ হাজারসহ মোট আক্রান্ত ১১ কোটি ৪৬ লাখ ৭৮ হাজারেরও বেশি।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশেই ২ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন। মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ১৯৫ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৫ লাখ ৫১ হাজারেরও বেশি। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই লাখ ৫৫ হাজার ১৮ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৪৬ হাজার ৭৯ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে ৭৩ হাজারেরও বেশি।
আক্রান্তের দিক থেকে পঞ্চম অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন। আর মৃতের সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৪৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি দুই লাখেরও বেশি মানুষ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন