নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, এই ধাপের নির্বাচনে কোথাও কোন কেন্দ্র বন্ধ হয়নি, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কেউ নির্বাচন প্রত্যাখ্যান করলে তা তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন