বরিশার সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীন জাতের ব্রি-৮৭ ধান চাষ করে বরিশালে ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। কম সময়ে উৎপাদিত ধান ঘরে তুলতে পারায় জমিতে অন্যান্য শস্য উৎপাদনের সুযোগ পাচ্ছেন কৃষকরা।
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি-৭৬ ধানের বীজ রোপনের পর কাটতে সময় লাগে ১৬৩দিন আর ব্রি-৭৭ লাগে ১৫৪ দিন। দুটি জাতেই গড়ে প্রতি হেক্টরে প্রায় ৫ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কৃষি বিজ্ঞানীরা আরো কম সময়ে ফলন দিতে সক্ষম উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। ব্রি-৮৭ ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন। কম সময়ে ধান ঘরে তুলতে পারায় অন্যান্য রবি শস্য উৎপাদনের সুযোগ পাচ্ছে কৃষকরা। বেশী ফলন এবং চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
এদিকে, ধানের পর ওই জমিতেই এখন সরিষা, আলু, নানা প্রজাতির সবজি, ফুল সহ অন্যান্য রবি শস্য চাষের উদ্যোগ নিয়েছেন কৃষকরা।
সংশ্লিষ্টরা জানালেন, সঠিক পদ্ধতিতে চাষাবাদ করায় এই জাতের ধানের ফলন বাম্পার হয়েছে।
এ ধান উৎপাদনের মধ্য দিয়ে দেশের খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন