বিনোদন ডেস্ক: বলিউডের বহুল প্রত্যাশিত ‘গাঙ্গুবাই কাঠিয়াদি’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারে পুরো সময়ই দেখা মিলেছে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাটের। আলিয়ার লুক ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ চলচ্চিত্রবোদ্ধারা। দেড় মিনিটের এই টিজার ইউটিউবে ইতিমধ্যেই প্রায় সোয়া দুই কোটি মানুষ দেখেছেন।
সিনেমাটিতে অন্যতম বড় চমক হিসেবে থাকছেন অভিনেতা অজয় দেবগন। এর মধ্য দিয়েই আলিয়ার সঙ্গে প্রথম কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অজয়।
ক্রাইম বায়োপিক ঘরানার ‘গাঙ্গুবাই কাঠিয়াদি’ ছবির গল্প তৈরি হয়েছে হুসাইন জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’ থেকে। সিনেমাটি নির্মাণ করছেন খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘গাঙ্গুবাই কাঠিয়াদি’ ছবিতে আলিয়া ও অজয় ছাড়াও দেখা মিলবে হুমা কুরেশীর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন