আন্তর্জাতিক ডেস্ক: বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট নেয়ার সিদ্ধান্তকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)বিকেলে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন তিনি।
মমতা বলেন, বিহারে ২৩৪টি আসনে তিন দফায় ভোট হলে বাংলার ২৯৪টি আসনের জন্য ৮ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। পশ্চিম বাংলায় নিজের দলের কাউকে কারচুপির মাধ্যমে জিতিয়ে দেয়ার পায়তারা করা হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান মুখ্যমন্ত্রী। তবে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনে সঠিক জবাব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধায়।
অন্যদিকে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও বলেছেন, বাংলার মানুষ যাকেই ভোট দিক যেনো শান্তিতে ভোট দিতে পারে।
শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনী তফসিল ঘোষণা করে দেশটির নির্বচন কমিশন। সেখানে জানানো হয়, পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট ৮দফায় ভোটগ্রহণ হবে। আর ২ মে ফল ঘোষণা হবে বলে জানানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন