গাজীপুর সংবাদদাতা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমদের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ হস্তান্তর করে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।
ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। তবে আলামত সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুশতাক আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুশতাক অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিতর্কিত লেখালেখির অভিযোগ আনে র্যাব। গত বছরের ৫ই মে থেকে কারাবন্দী ছিলেন মুশতাক আহমেদ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন