আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেশটিতে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা সম্পর্কে সতর্ককবার্তা দিয়েছেন। এর আগে, শীর্ষ সামরিক কর্মকর্তারা তাকে এবং তার সরকারকে পদত্যাগ করার কথা বলেন।
নিকোল পাশিনিয়ান চলতি সপ্তাহে সেনাবাহিনীর উপ-প্রধানকে বরখাস্ত করার পর সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে এই দাবি আসে।
সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনিক গ্যাসপারিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন এবং একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। দেশে যা ঘটছে সেটাকে সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছেন বলেও জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন