ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের করোনা পরীক্ষা করা হবে আগামীকাল শুক্রবার। আগামী ৭ দিনের মধ্যে সফরে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের তিন দফা করোনা পরীক্ষা করা হবে। সেখানে নেগেটিভ আসা ক্রিকেটাররা ৭ দিন পর হোটেলের জিমে অনুশীলন করতে পারবেন।
এর আগে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের হোটেল রুমেই আইসোলেশনে থাকতে হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চ থেকে মুঠোফোনে বৈশাখী টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি- টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বর্তমানে সেখানে রয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চে পৌঁছানো বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ২০শে মার্চ ডানেডিনে ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন