ডেস্ক প্রতিবেদন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের খাগড়াছড়ি ও বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ (বুধবার) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এসময় মুজাক্কির হত্যাকাণ্ডসহ সারাদেশের সাংবাদিক নিযার্তনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। নিহত সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণসহ পূনর্বাসনেরও দাবি জানান।
একই দাবিতে বরিশালেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। আজ বুধবার সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের প্রতিবাদী সাংবাদিকবৃন্দ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, ঘটনার এতোদিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিক বোরহানউদ্দিনের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের বরিশাল সংবাদদাতা মিথুন সাহা, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ও আরটিভির বরিশাল সংবাদদাতা আলী খান জসিম, সাবেক সভাপতি ডেইলি স্টার বরিশাল সংবাদদাতা সুশান্ত ঘোষসহ অনেকে।
আন্দোলনে একাত্বতা জানিয়ে মানববন্ধনে অংশ নেয় বরিশাল ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনসহ সংবাদকর্মীদের বিভিন্ন সংগঠনও।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : হেফাজতে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ির শনির...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন