খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড়ে মাটিচাপায় মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১২টার দিকে রামগড়ের পৌর শহরের সাপ্রুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মিজানুর সাপ্রুপাড়া নামক এলাকায় নিজ জায়গার একটি টিলার নিচের অংশ শ্রমিক দিয়ে কেটে সমান করছিলেন। এসময় টিলার উপরের অংশ ঢলে পড়লে মিজানুর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ওসি মো. শামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন