বগুড়া সংবাদদাতা: বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে আহত যুবলীগ কর্মী মারা গেছেন। আজ (মঙ্গলবার) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল সোমবার (২২শে ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব শত্রুতার জেরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফোরকানকে আহত করেন সন্ত্রাসীরা। তিনি ফুলতলা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বিকেলে ফুলতলা বাজার এলাকায় যুবলীগ কর্মী ফোরকানকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে মারা যান তিনি।
ফোরকানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় পাঁচটি হত্যা মামলা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন