আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২১শে ফেব্রুয়ারি) রাজধানী আবুজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র ইবিকুনলে দারমোলা বলেন, আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ইঞ্জিন ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বিমানটিতে থাকা সাতজনই মারা গেছেন।
এদিকে কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের চালক ইঞ্জিন অচলের বার্তা পাঠিয়েছিলেন। ইঞ্জিনে ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নাইজেরিয়ার বিমানবাহিনী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন