নিজস্ব প্রতিবেদক: ভক্ত, শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। দু’দফা জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই অভিনেতা।
এর আগে ভোরে সুত্রাপুরে নিজবাসায় তাঁর মৃত্যু হয়। এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
অভিনয় জীবনে প্রাপ্তির খাতায় তাঁর কোনো অপূর্ণতা ছিল না। দর্শক প্রশংসার পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার। তারপরও জীবনের শেষ দিকে তিনি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তার লেখা নতুন গল্পের সিনেমা তৈরি করার। কিন্তু সেই ইচ্ছে পূরণ হওয়ার আগেই পরপারে পারি দিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।
দীর্ঘদিন ধরেই ভুগছিলেন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য এই অভিনেতা। পরি¯ি’িতর কিছুটা উন্নতি হলে দুদিন পরই বাসায় আনা হয় তাকে। অবশেষে, শনিবার ভোরে সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই শক্তিমান অভিনয় শিল্পী।
এটিএম শামসুজ্জাজামান মৃত্যুর খবরে সকাল থেকেই বাসার সামনে ভিড় করেন তার আত্মীয়-স্বজন, ভক্ত ও এলাকাবাসীরা। বাদ জোহর নারিন্দায় হয় তার প্রথম জানাজা। এরপর দেহ নিয়ে যাওয়া হয় সুত্রাপুরে নিজ বাসার সামনে। সেখানে রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য।
শেষ বারের মতো তাকে দেখতে আসেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। জনপ্রিয় এই শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন বহুকাল।
নিজস্ব প্রতিবেদক: বর্নিল আয়োজনে...
বিস্তারিতঅনলাইন ডেস্ক: বলিউডের আরও এক অভিনেতার...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন