নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে দেশের ৩৫ জেলার ৫৫টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে । সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে এই ধাপে ৫৬টিতে ভোট হওয়ার কথা থাকলেও ফেনীর পরশুরাম পৌরসভায় সকল পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না। ৫৫ পৌরসভার ১৭ লাখের বেশি ভোটার আজ বেছে নিচ্ছেন তাদের জনপ্রতিনিধি।
এই ধাপে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। আর ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। এরই মধ্যে ২টি পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেশ কয়েকটি পৌরসভায় র্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই ৫৫ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ২২৩ জন। এছাড়া ৫১০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দুই হাজার ৯৯ জন এবং ১৭০ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬২৯ জন।
এসব পৌরসভায় ৮০২টি ভোটকেন্দ্রে কক্ষ সংখ্যা চার হাজার ৯২৭টি। মোট ভোটার ১৭ লাখ ৬২৪ জন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ৫০১ জন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স টিম, র্যাবের ১৬৭টি টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
দেশে পৌরসভা রয়েছে ৩২৯টি। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে এসব পৌরসভায় ভোট করছে ইসি।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলছেন, “নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। এজন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি, আমাদের যে ভোট অনুষ্ঠিত হবে সেটা ফ্রি, ফেয়ার এবং একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন