নিজস্ব প্রতিবেদক: সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান। আজ (বুধবার) দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোকবার্তায় মরহুম জয়নুল হক সিকদারের রুহের মাগফিরাত কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।
করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল জানান, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যান। চেয়ারম্যান স্যারের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে’।
সিকদার গ্রুপের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন