নিজস্ব প্রতিবেদক: সহিংসতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের দু’টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তাঁর দাবি, ভোট শান্তিপূর্ণ হয়েছে। যা সহিংসতা হয়েছে তা খুবই কম। ইসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিনিয়র সচিব বলেন, কোন অভিযোগই সুনির্দিষ্ট নয়।
আজ (বুধবার) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বিক্ষিপ্ত সংঘর্ষ, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। এবারই প্রথম সরকারি ছুটি ছাড়া সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ে কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে কারণে ভোট গ্রহণ স্থগিতসহ কেন্দ্র দখল করে ইভিএম ভাংচুরের ঘটনাও ঘটেছে।
নগরীর কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাহাড়তলীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন। নিহত নিজাম উদ্দীন মুন্না ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থক।
অন্যদিকে, পাহাড়তলীর আমবাগানে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হন ৪ জন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন