নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের টিকা নেয়া ৫ জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরই ৫ জন টিকা নেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম করোনা টিকা নেয়া পাঁচজনই সুস্থ আছেন।
এসময় তিনি আরো বলেন, এখন পর্যন্ত যতো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তার মধ্যে এই ভ্যাকসিন ভালো। সময়মতো আমিও সরকারি হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন নিব। আগামী ৭ ফেব্রুয়ারি অনেকেই নেবেন বলেও জানান মন্ত্রী। প্রথমে সরকারি হাসপাতালের মাধ্যমে দেয়া হবে। পরে বেসরকারি হাসপাতালগুলোকে যুক্ত করার সিদ্ধান্ত নিব।
এর আগে টিকা কার্যক্রম উদ্বোধনের পরই প্রথম টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।
নিজস্ব প্রতিবেদক : কারাগারে মুশতাক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন