আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
নির্বাহী আদেশের স্বাক্ষরের আগে ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু এটা আবার পুনর্বহাল হচ্ছে। এর মাধ্যমে সব যোগ্য আমেরিকানই সামরিক বাহিনীতে নিয়োগের সুযোগ পাবেন। তারা ইউনিফর্ম পরতে পারবেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, লিঙ্গের ভিত্তিতে সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া ঠিক নয়। এটা কোনো বাধা হতে পারে না। কারণ আমেরিকা একটি বৈচিত্র্যময় দেশ। এটাই আমেরিকার প্রধান শক্তি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন