নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) হুমায়ুন কবীরকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা সিনিয়র সচিব মো. আলমগীর আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন। তার অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন