চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট হবে আগামীকাল। এবারই প্রথম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৭৩৫টি কেন্দ্রের সব ক’টিতে ভোট হবে ইভিএমে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের দিন মোতায়েন থাকবে পুলিশের ৮ হাজার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য। এছাড়া শহরজুড়ে টহল দিচ্ছে র্যাব, বিজিবির টিম। গুরুত্বপূর্ণ ৪১৬টি কেন্দ্র চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোটের দিন ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া নির্বাচনে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন