চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে। বড় দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ, সংঘর্ষ আর উত্তেজনার মধ্যদিয়েই শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। ভোটের দিন মোতায়ন করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য। ঝুকিপূর্ণ ৪১৬টি কেন্দ্র চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
৪১টি ওয়ার্ডের ৭৩৫টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। এরইমধ্যে ইভিএমে ভোট নেয়ার মহড়াও শেষ হয়েছে। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের মেয়র ও কাউন্সিলর।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজারেরও বেশি সদস্য। শহরজুড়ে টহল দিচ্ছে বিজিবিও। ৪১৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
সংঘাতপূর্ণ এলাকায় পুলিশের মোবাইল টিম সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার।
এছাড়াও নির্বাচনে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন