নোয়াখালী সংবাদদাতা: মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছ নোয়াখালীর উড়ির চরের বি¯তৃত জনপদ। ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে বসত বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। তবে এখনো কার্যকর কোন উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের।
মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন উড়ির চর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও স›দ্বীপের মাঝামাঝি অবস্থিত। ২৮ কিলোমিটার আয়তনের এই চরটিতে, ৫০ বছরের বসতি। গড়ে উঠেছে হাটবাজার, স্কুল, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। কিন্তু বর্তমানে ছোট হয়ে আসছে উড়ির চরের আয়তন।
গত কয়েক বছর ধরে মেঘনা নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে গেছে অসংখ্য বসত বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। বারবার ভাঙ্গনের কবলে পড়ে, দরিদ্র অসহায় মানুষগুলো এখন নিঃস্ব। ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
উড়ির চর-সুবর্নচর নোয়াখালী চ্যানেলে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে একসময় উড়ির চর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা চরবাসীর।
খাগড়াছড়ি সংবাদদাতা: দেশের মাটিতে কোন...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন