ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে আগামীকাল (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, এমনটা জানালেন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
দীর্ঘ ১৫ মাস পর বন্দর নগরী চট্টগ্রামে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ২০১৯ সালের সেপ্টেম্বরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান শেষ ম্যাচ খেলেছিলো। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের আকাঙ্খা নিয়েই সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামবে। দ্বিতীয়বার ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
এর আগে ২০০৯ সালে সবশেষ বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ানডের একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। তবে শেষ ম্যাচে তাদের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। প্রথম দুই ম্যাচের ভুল ত্রুটি শুধরে শেষ ওয়ানডেতে নতুন উদ্যোমে মাঠে নামতে চায় অতিথি দল।
সিরিজের শেষ ওয়ানডেতে জিততে পারলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে যাবে বাংলাদেশ দল।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন