নিজস্ব প্রতিবেদক: শিক্ষমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, প্রস্তুতি নিয়ে সীমিত পরিসরে আগামী মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে ভিড় এড়াতে ক্লাস নেয়া হবে ধাপে ধাপে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ রোববার সকালে শুরু হয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পরে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা আইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের সংশোধনী বিল পাসের জন্য উপস্থাপন করেন। আইনগুলোতে বিরোধী দলের সংসদ সদস্যরা সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব আনেন।
মন্ত্রী সংশোধনীগুলো গ্রহন না করায় স্পিকার তা ভোটে দিলে তা কন্ঠভোটে নাকোচ হয়। ফলে মহামারি, অতিমারি বা প্রাকৃতিক দুর্যোগে বা সরকার চাইলে যে কোন সময় পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল দিতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমান শ্রেনীর চূড়ান্ত ফল প্রস্তুত আছে। শিগগিরই প্রকাশ করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালু করার বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। জাতীয় কমিটির সাথে আলোচনা করে সীমিত পরিসরে ক্লাস চালু করা হবে।
সব কিছুর ক্ষেত্রেই সরকার দেশের কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথা রেখে সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা: মানবাধিকার...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন