নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭শে জানুয়ারি সরকারি হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়ার মাধ্যমে প্রাথমিকভাবে টিকা দেয়া শুরু হবে। ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানান, স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
এসময় তিনি বলেন, ওইদিনই আরও ২০ থেকে ২৫ জনকে টিকা দেয়া হবে। এদের মধ্যে সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রতিনিধি থাকবে। এছাড়া পরের দিন ৪শ থেকে ৫শ' জন মানুষের উপর রাজধানীর ৫টি হাসপাতালে টিকা প্রয়োগ করা হবে বলেও জানান স্বাস্থ্য সচিব।
এরআগে, গত বৃহস্পতিবার ভারতের কাছে থেকে অক্সফোর্ড উদ্ভাবিত ২০ লাখ ডোজ করোনার টিকা পায় বাংলাদেশ।
উপহার ছাড়াও ভারতের সাথে ক্রয় চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আনা হবে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে আগামী ছয় মাসে এসব টিকা আসবে। টিকা প্রয়োগের জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন