নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে একটি বাসায় বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন ও চুরির মামলায় গ্রেফতার গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদের ৮ দিনের রিমাণ্ডে পাঠিয়েছে আদালত।
আজ (শুক্রবার) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে ১০ দিন করে রিমাণ্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক মাসুদ উর রহমান প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও ও তার স্বামী এরশদকে রাজধানীর বাসাবো থেকে গ্রেফতার করে শাহজাহানপুর থানা পুলিশ।
গত ১৮ জানুয়ারি ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতনের পর বাসার মালামাল নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী রেখা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন