ক্রীড়া ডেস্ক : পারিবারিক কারণে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে না ও যেতে পারেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলতে আগামী ২২শে ফেব্র“য়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। যদিও সিরিজ শুরু হবে ১৩ই মার্চ থেকে। তবে কোয়ারেন্টিনে থাকা এবং অনুশীলনের জন্য একটু আগেভাগেই যেতে হবে বাংলাদেশ দলকে। সেই সময় সন্তান সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে চান বলে টিম ম্যানেজমেন্টের সাথে মৌখিকভাবে আলোচনা করেছেন সাকিব।
ফলে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে। তবে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ছুটি চেয়ে বিসিবি’র কাছে লিখিত কোন আবেদন করেনি সাকিব। মুঠোফোনে এমনটাই জানিয়েছেন বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন