নিজস্ব প্রতিবেদক: আবারো চড়া চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বোতলজাত ও খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে বাড়তি দামে। বেড়েছে চিনির দামও। দাম বেড়েছে মুরগি ও রসুনের। তবে সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাংসের দাম।
কৃষকের ঘরে আমন ধান উঠলেও, চালের বাজার আবারো উর্ধমুখী। সপ্তাহের ব্যবধানে মিনিকেট, নাজিরশাইল ও মোটা চাল প্রকার ভেদে কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।
বিক্রেতারা বলছেন, আমদানি করা চালের মান ভালো না হওয়ায় দেশি চালের দাম বাড়িয়েছেন আড়তদাররা।
একমাস ধরে বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিনও। দাম বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে চিনি। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ টাকা। এর সাথে নতুন করে যোগ হয়েছে রসুনের দামও।
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বিক্রেতারা সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন।
বাজারে এমন অস্থিরতায় হতাশ ক্রেতারা। নজরদারি বাড়ানোর দাবি তাদের।
এদিকে শীতকালীন সবজির সমারোহ কাঁচাবাজারে। কমেছে আলু আর পেয়াঁজের দামও।
মাছের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন