নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দ্বিতীয় দিনের মতো সড়কে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে ঘিরে শুক্রবার সকালে ঐ এলাকায় অবস্থান নেয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিদর্শনের করেন। তিনি বলেন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করে এখানে সর্বোচ্চ ৭৫ ফুট এবং সর্বনিম্ন ৬০ ফুট চওড়া রাস্তা করা হবে। দখলদারদের জন্য কোনো নোটিশ নেই। যেকোনো সময় তাদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে কেউ বাধা দিলে তা প্রতিহত করা হবে। মেয়র আরো বলেন, রাস্তার ওপরে যেসব বৈদ্যুতিক খুঁটি আছে তা সরিয়ে নেওয়ার জন্য ডেসকোর সাথে কথা হয়েছে। আমরা একটি পরিকল্পিত নগরী তৈরি করতে কাজ করে যাচ্ছি।
এদিকে, উচ্ছেদ অভিযান চলার কারণে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া উচ্ছেদের ফলে পুরো এলাকা ধুলা এবং বালুতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় বিহারী ও দখলদারদের হামলার মুখে পড়ে পুলিশসহ সিটি করপোরেশনের কর্মীরা।
গতকাল যেসব ভবন ভাঙ্গা অসম্পূর্ন ছিলো আজ তা ভাঙ্গা হবে বলে জানিয়েছেন, সিটি করপোরেশনের কর্মকর্তারা। একইসাথে, স্থাপনার ভাঙ্গা অংশ অপসারণসহ নতুন করে মিরপুর-১১ এর এক নম্বর এভিনিউয়ের কিছু স্থাপনায় অভিযান পরিচালনার কথা জানান তারা।
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই মার্চ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন