আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ লাখের বেশি। আক্রান্ত ১০ কোটির কাছাকাছি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরণ। একইসঙ্গে বিশ্বব্যাপী চলছে শীতকাল। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বেড়েছে রোগির চাপ। ব্রাজিলের হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে।
বিশ্বে একদিনে নতুন আক্রান্ত সাড়ে ছয়লাখ। একদিনে মৃত্যু হয়েছে সাড়ে ১৬ হাজার মানুষের। বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ও ভারত। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন