লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হন সিএনজি চালকসহ আরো ৫ জন। (আজ) বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার মিয়ার বেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের শিক্ষা গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। আহতরা হলেন, সিএনজি চালক আজাদ, যাত্রী বেলাল, শাহাদাত, মোবারক ও জুয়েল। এদের মধ্যে সিএনজি চালক আজাদ ও বেলালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সিএনজি চালিত অটোরিকসাটি যাত্রী নিয়ে রামগতি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে মিয়ার বেড়ি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থকে ছেড়ে আসা মালবাহি ট্রাকের সাথে সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকসাটি দুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজিযাত্রী বাদশা মিয়া নিহত হন। আহত হন সিএনজি চালকসহ আরও ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার
পরপরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজি অটোরিকসাটি জব্দ করা হয়েছে। তবে, ঘাতক চালক পলাতক রয়েছেন।
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে বাস ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন