চট্টগ্রাম প্রতিবেদক: ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের যাত্রামোহন সেনগুপ্তের বাড়ির ঐতিহ্য রক্ষায় সকল রকমের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে নগরীর রহমতগঞ্জে বাড়িটি পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ আরো অনেকে।
এর আগে গত ৪ জানুয়ারি বাড়িটি দখলে নিতে যায় একটি মহল। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে স্থানীয়দের প্রতিরোধের মুখে ভবনটি সিলগালা করে দেয় প্রশাসন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন