নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকদিনের মধ্যেই চুক্তি অনুযায়ী করোনার টিকা দেশে আসবে। কিভাবে দেয়া হবে, সে পরিকল্পনাও চুড়ান্ত আছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনলাইন সেমিনারে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় করোনা ভাইরাসের টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা জীবনের নানা স্মৃতি বিজড়িত দিনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর বেড়ে ওঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ছিলো অপরিসীম। অধিকার প্রতিষ্ঠার যে কোনো আন্দোলন সংগ্রামে এই বিশ্ববিদ্যালয় সূতিকাগার হিসেবে কাজ করেছে, এখনো করছে। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
করোনার টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ক্রয় চুক্তি অনুযায়ী আরো টিকা দেশে আসবে। তা কিভাবে প্রয়োগ করা হবে, সেসব কর্মপদ্ধতিও চূড়ান্ত। অচিরেই এই সংকট থেকে দেশ ও জাতি মুক্তি পাবে বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপহার হিসেবে ভারত সরকার বাংলাদেশেকে করোনার টিকা দেয়ায় দেশটির প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার ভারতের মুম্বাই থেকে ২০ লাখ ডোজ টিকা নিয়ে বাংলাদেশে আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে ভারত।
এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই মার্চ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন