আন্তর্জাতিক ডেস্ক: শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত আদেশ বাতিল করে দিয়েছেন। এরমধ্য দিয়ে তিনি ট্রাম্পের নীতি থেকে আমেরিকাকে বের করে আনার পদক্ষেপ বাস্তবায়ন শুরু করলেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, যেসব সংকটের মুখোমুখি আমরা আছি সেসব নিয়ন্ত্রণের জন্য নষ্ট করার মতো কোনো সময় নেই।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। বুধবার ওভাল অফিসে গিয়ে একে একে এসব আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে করোনা মোকাবেলায় আগের নীতি বদলে ফেডারেল সকল অফিসে মাস্ক পরা বাধ্যতামূল করেছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল সংগ্রহ বন্ধ করাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেছেন বাইডেন।
এই তালিকায় আরো আছে বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে যেসব মুসলিম দেশ থেকে আমেরিকা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, ব্রাইডেন প্রথম দিনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।
করোনা ভাইরাস মোকাবেলার ওপর জোর দিয়ে বাইডেন বলেন ‘আমাদের প্রশাসনের জন্য এটা অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই’ এবং তিনি ক্ষমতা গ্রহণের পর সাথে সাথেই কোভিড মোকাবেলায় তার কৌশল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
বাইডেন করোনার টিকাদান প্রক্রিয়ায় গতি সঞ্চার করতে চান। তার চূড়াান্ত লক্ষ্য হল তার ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যে দশ কোটি মানুষকে করোনার টিকার অন্তত প্রথম ডোজ দিয়ে দেয়া।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন