ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান সুপার কাপে জয় পেয়েছে জুভেন্টাস । এমপিইআই স্টেডিয়ামে নাপলির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে দলটি। এই জয়ে চলতি মৌসুমে প্রথম শিরোপা নিজেদের করে নিয়েছে জুভেন্টাস । ম্যাচের শুরুতে সমান তালে লড়ে দু’দল। ফলে গোল শূন্য থাকে প্রথমার্ধের খেলা।
বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাদোর গোলে এগিয়ে ওল্ড লেডিরা। ম্যাচের অতিরিক্ত সময় ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোর্য়াড মুরোতা। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ কোপা দেল রে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন