আন্তর্জাতিক ডেস্ক: নতুন ধরনের করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করার প্রস্তুতি নিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্যা টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুয়ায়ী, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে পৌনে সাত লাখসহ মোট আক্রান্ত পৌনে ১০ কোটির কাছাকাছি।
করোনা অতিমারিতে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। যুক্তরাজ্যে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন