নিজস্ব প্রতিবেদক: দেশে এসে পৌঁছেছে ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ অক্সফোর্ড উদ্ভাবিত করোনার টিকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি। দুটি বিশেষ ফ্রিজিং ভ্যানে টিকাগুলো ঢাকার তেজগাঁওয়ে জেলা ইপিআই স্টোরে সংরক্ষণের জন্যে নেয়া হয়েছে।
প্রথমবারেরমত বাংলাদেশ পেলো করোনা ভাইরাসের টিকা। ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ অক্সফোর্ড উদ্ভাবিত করোনার টিকা নিয়ে, বৃহস্পতিবার মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইট, শাহজালাল আর্ন্তাতিক বিমানবন্দরে আসে।
বিমানবন্দরে, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল এসব টিকা সরকারের কাছে বুঝে দেয়। এসময়, স্বাস্থ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। টিকা পরিবহনের জন্য দুই থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম দুটি বিশেষ ফ্রিজিং ভ্যানে করে টিকাগুলো ঢাকার তেজগাঁওয়ে জেলা ইপিআই স্টোরের ফ্রিজারে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
২৫ বা ২৬ শে জানুয়ারি আসবে ক্রয় চুক্তির প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা। এই টিকা পেতে সরকার নির্ধারিত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন