আন্তর্জাতিক ডেস্ক: নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ত্যাগ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ৮ টা ১০ নাগাদ বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউস ছাড়েন তিনি। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়ে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
হোয়াইট হাউস ছাড়বার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দেন ট্রাম্প । এসময়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত বলে জানান তিনি। পাশাপাশি তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুব শিগগিরই আবার সবার সঙ্গে সাক্ষতের প্রত্যাশা ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় আসন্ন প্রশাসনের জন্য শুভ কামনা জানালেও উত্তরসূরি জো বাইডেনের উদ্দেশে কিছুই বলেননি ট্রাম্প।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন