দিনাজপুর সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে স্ত্রী ফরিয়া আক্তার মুমুকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ইমতিয়াজ হোসেনকেকে মৃত্যুদণ্ড এবং আসাদ হোসেন নামে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ হোসেন ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার মৃত এস এম আজিম এর ছেলে ও যাবজ্জীবন প্রাপ্ত আসাদ হোসেন কলেজ পাড়া এলাকার মৃত নুরুল মমিনের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্ট শহরের মুন্সিপাড়ায় নববধূ ফরিয়া আক্তার মুমুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইমতিয়াজ হোসেন ও আসাদ হোসেনসহ দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শেখর কুমার রায় বলেন, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমতিয়াজ হোসেনকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর আসামী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন