ক্রীড়া প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক রইসউদ্দিন আহমেদ। আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
গত ২৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রইসউদ্দিন আহমেদ। মাঝে করোনা নেগেটিভ হলেও আবার আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়। ফলে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে।
৭০ থেকে ৮০’র দশকে রইসউদ্দিন আহমেদ দু’বার বিসিবি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন সময়েই আইসিসি’র সহযোগী সদস্য পদ পায় বাংলাদেশ। এছাড়া বিসিবি’র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
আজ বাদ আছর সার্কিট হাউজ জামে মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে রইসউদ্দিনকে দাফন করা হবে।
রইসউদ্দিনের ছেলে আশফাক আহমেদ কে- স্পোর্টসের পরিচালক। সাবেক এই ক্রিকেট সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি এবং কে- স্পোর্টস পরিবার।
ক্রীড়া ডেস্ক: পর পর তিনটি শক্তিশালী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন